Free From Dandruff & Hair fall

    Free From Dandruff & Hair fall

    পিঠ ছাপানো, একঢাল চুল কোন মেয়ে না চায়? অথচ চারপাশের ধুলো-ধোঁয়া-দূষণ এবং এই পাতাঝরার দিনগুলোয় রুক্ষতা যেন নিত্যসঙ্গী! ত্বকের শুষ্কতা এড়াতে সারাক্ষণ ঘন ময়েশ্চারাইজ়ার আর লিপবামের আশ্রয় নিয়ে থাকি কিন্তু চুলের বেলায়?

    শীতের দিনগুলোয় চুল আরও রুক্ষ, বিবর্ণ, প্রাণহীন হয়ে পড়ে, খুশকির সমস্যা বাড়ে, মরশুম বদলের পাল্লায় পড়ে উঠেও যায় গোছা গোছা চুল।শুধু শ্যাম্পু আর সাধারণ কন্ডিশনারে এ সব সমস্যার মোকাবিলা করা সম্ভব নয়। তবে তার মানেই যে পার্লার গিয়ে একগাদা খরচ করে ট্রিটমেন্ট করাতে হবে তাও নয়। হাতে একটু সময় থাকলে বাড়িতেই সম্ভব চুলের যত্ন এবং তও আবার শতভাগ প্রাকৃতিক উপাদান দিয়ে। যা পার্লার ট্রিটমেন্টের দিক থেকে কোনও অংশে কম নয়। এমনই কিছু টিপস নিয়ে হাজির ডোরাডো বাংলাদেশ। 

    মাসাজে ফিরবে চুলের স্বাস্থ্য

    আমরা সাধারণত তেল দিয়ে থাকি সবাই, কিন্তু তেল দিয়ে চুল ম্যাসাজ করি কি? তেল হালকা গরম করে আঙুলের ডগা দিয়ে নিয়ে মাথায় হালকা মাসাজ করুন৷ এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে৷ এতে করে রাতে ভালো ঘুমও হবে। তেল বাছাইয়ে হতে হবে পারদর্শী, প্রাকৃতিক তেলের গুনাগুন অনেক বেশি। তাই ব্যবহার করুন ডোরাডো বাংলাদেশ এর Hair Fall & Growth Solution. যা শতভাগ প্রাকৃতিক উপাদানে তৈরী এতে চুলের স্বাস্থ্য ফিরবে, বাড়বেও চটপট৷

    রুক্ষ, জটপাকানো চুলের জন্য

    রুক্ষ, জটপাকানো চুল বেশিরভাগ সময় ভেঙে পরে, আগা ফেঁটে যাওয়া, অতিরিক্ত হেয়ারফলও হয়। তাই সহজে ঘরে বসে হেয়ার ট্রিটমেন্ট করুন Blooming Hair Protein Pack দিয়ে, যাতে রয়েছে সকল প্রাকৃতিক উপাদানের মিশ্রণ। জবা, শিকাকাই গুঁড়ো, আমলকি গুঁড়ো, গোলাপের গুঁড়ো আরো অনেক কিছু যা একটি হেয়ার প্যাকে পরিমাণমত রয়েছে। এক কাপ পানি অথবা নারকেলের দুধ নিন, তার সঙ্গে মেশান দু’ টেবিলচামচ Blooming Hair Protein Pack. মিশ্রণ চুল ও মাথার ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একবার করলেই ফল পাবেন।
    যারা ডিম্ ব্যবহার করতে চান তারা এই মিশ্রণটির সাথে একটি ডিম ব্যবহার করতে পারবেন।

    চুলের উজ্জ্বলতা ফেরাতে

    স্বাভাবিক শ্যাম্পু আর কন্ডিশনিংয়ের পর শেষবার চুল ধোয়ার আগে পানিতে দু’ টেবিলচামচ ভিনিগার মিশিয়ে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। ভিনিগার চুলের কিউটিকলের বাঁধন মজবুত করে তোলে, ফলে চুল সুস্থ, উজ্জ্বল দেখায়। তেলতেলে চুলের সমস্যায়ও ভিনিগার কার্যকরী।
    এই কয়েকটা নির্দিষ্ট নিয়ম মেনে যত্ন করলে কিন্তু সহজেই চুলের দৈর্ঘ্য দ্রুত বাড়ানো সম্ভব৷ নিয়মিত চুলের যত্ন নিন আর শিগগিরই হয়ে উঠুন মেঘবরণ চুলের মালকিন৷
    Back to blog

    Solutions for Problems

    1 of 10