Hair Get Coloring With Care

    Hair Get Coloring With Care

    মেহেদি শুধু হাতের সৌন্দর্যই নয় চুলকেও আকর্ষণীয় করে তোলে। সাদা চুল লুকাতে প্রায়ই মানুষ চুলে মেহেদি লাগায়। চুলে মেহেদি লাগানোর উপকারিতা অনেক। চুল পড়া, ভেঙ্গে যাওয়া এবং খুশকির মতো অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আর সাথে আছে চুল রাঙিয়ে তোলা।
    কিন্তু আমরা অনেকেই মেহেদির লালচে কালার তেমন একটা পছন্দ করে থাকি না। চাই স্টাইলিস কিছু। কিন্তু বাজারের কেমিক্যালযুক্ত কালার স্টাইলিস তো বটে কিন্তু চুলকেও করে দেয় ড্যামেজ।
    natural hair color

    লালচে ব্রাউন/ burgundy কালার এর জন্য ব্যবহার করুন NutriTint Hair Color যাতে রয়েছে- হেনা, বিটরুট পাউডার, কফি পাউডার, আমলা, শিকাকাই, রিঠা ইত্যাদি।
    ন্যাচারাল হেয়ার কালার-এ রয়েছে অনেক উপকারিতা-
    ১. খুশকি দূর করবে
    ২. সাদা চুলসহ সম্পূর্ণ চুল কালার করবে, চুলের অকালে পাকা হওয়ার সমস্যা দূর করবে।
    ৩. চুল পড়া কমাবে
    ৪. চুলের গ্রোথ বৃদ্ধি করবে
    ৫. চুলে দিবে এক্সট্রা সাইন

    উপকরণঃ

    • চুলের দৈর্ঘ্য অনুযায়ী NutriTint Hair Color পাউডার নিন
    • পেস্ট তৈরি করার জন্য প্রয়োজন মতো পানি দিন
    • একটি বাটি

    apply hair color
    প্রস্তুতি ও ব্যবহারের পদ্ধতিঃ

    • একটি পাত্রে পানি ও NutriTint Hair Color মিশিয়ে পেস্ট তৈরি করুন।
    • কিছুক্ষণ পর এই কালারটি চুলে ভালো করে লাগান।
    • এর পর শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুতে পারেন এবং প্রায় ২ ঘণ্টা পর শুধু পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন, ধোয়ার পর কন্ডিশনার ব্যবহার করতে পারবেন।
    • তারপরের দিন/ ২৪ ঘন্টার পর শ্যাম্পু করতে পারেন।

    তাই এই ছিল চুলে মেহেদি লাগানোর উপকারিতা, যার সাহায্যে আপনি চুল পড়া, ভেঙ্গে যাওয়া এবং খুশকির মতো অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। স্বাস্থ্যকর চুলের জন্য ন্যাচারাল NutriTint Hair Color লাগানোর পাশাপাশি পুষ্টিকর খাবারও খেতে হবে।

    Back to blog

    Solutions for Problems

    1 of 9