নানান তেলের নানান গুন চুলের সমস্যা করুন দূর

    নানান তেলের নানান গুন চুলের সমস্যা করুন দূর

    চুলের জন্য সবচেয়ে ভালো তেল হল সেই তেল, যা চুলের সমস্যা দূর করে এবং পুষ্টি যোগায়। হ্যাঁ, চুলের সমস্যা অনুযায়ী বাছাই করতে হবে তেল, তাহলে উপকারিতা পাবেন দ্বিগুন। শুধু তাই নয়, আমরা চুলের জন্য সেরা তেল নির্বাচন এবং এটি ব্যবহারের সঠিক উপায় সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলিও বলব। আসুন এবার জেনে নিই নানান তেলের নানান গুন এবং কিভাবে চুলের সমস্যা হবে দূর !!

    অবশ্যই তেলগুলো হতে হবে পিওর এবং গুনগত মানসম্পন্ন,

    প্রথমে শুরু করছি সবার পরিচিত নারিকেল তেল দিয়ে,
    ১. নারকেল তেল
    নারকেল তেল খুব হালকা এবং চুলের গভীরে পুষ্টি প্রদান করতে পারে। চুল ধোয়ার আগে বা পরে নারকেল তেল ব্যবহার করা চুলের প্রোটিন বজায় রাখতে সাহায্য করে, যা চুলের স্বাস্থ্যের উন্নতি করে। যাদের চুল ভেঙে যায়, অনেক ড্রাই , ফ্রিজি তাদের জন্য বেষ্ট। পিওর এবং কোল্ড প্রেস্ড অয়েল এর জন্য ব্যবহার করুন ডোরাডো বাংলাদেশের Cold Pressed Coconut Oil


           

    ২. পেঁয়াজের তেল
    অতিরিক্ত চুল পরে যাচ্ছে কিন্তু হেয়ার গ্রোথও হচ্ছেনা, তাদের জন্য পেঁয়াজের তেল অনেক উপকারী। পেঁয়াজের তেল অ্যান্টিঅক্সিডেন্টে লোড থাকে যা চুল পড়া রোধ করার জন্য নির্দিষ্ট এনজাইমের সাথে কাজ করে। অকালপক্কতা দূর করে, মাথার ত্বকের pH মাত্রা বজায় রাখে। পিওর এবং প্রিমিয়াম অয়েল এর জন্য ব্যবহার করুন ডোরাডো বাংলাদেশের Onion Oil - Miraculous Effect on Hair


    ৩. নিমের তেল
    নিম হল ঔষধি গাছগুলির মধ্যে একটি অন্যতম। যাদের মাথার ত্বক খুশকি প্রবণ, চুলে গোটার মতো হয়, স্ক্যাল্প অনেক চুলকায়, মাথায় উঁকুনের সমস্যা রয়েছে তারা নিয়মিত নিমের তেল ব্যবহার করে এই সমস্যা থেকে পরিত্রান পেতে পারেন। পিওর এবং প্রিমিয়াম Neem Oil খুঁজে পাবেন ডোরাডো বাংলাদেশে।

         

    ৪. কালোজিরার তেল
    আমাদের অনেকের চুলের গোড়া অনেক দুর্বল থাকে, যার কারণে হালকা টান লাগলে উঠে আসে, কালো জিরার তেল চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে, অকালে চুল পেকে যাওয়া রোধ করে। এছাড়া চুলের গোড়া কে শক্ত করে তুলে চুল পড়া রোধ করে। সর্দি কাশি উপশমে ও কালোজিরা সমান পারদর্শী। পিওর এবং প্রিমিয়াম Black Seed Oil খুঁজে পাবেন ডোরাডো বাংলাদেশে।

    ৫. অলিভ অয়েল
    অলিভ অয়েলে থাকা Antioxidant এবং Hydrating Squalene চুল, ত্বক এবং নখের পরিচর্যায় দূর্দান্ত ভূমিকা পালন করে। আমাদের অনেকেরই চুল অনেক বেশি ফুলে থাকে, চুলে পর্যাপ্ত পরিমাণ ময়শ্চার থাকে না, যার কারণে চুল অনেক রুক্ষ হয়ে যায় আগা ফেঁটে যায় তাদের জন্য অলিভ অয়েল বেস্ট, কিন্তু অবশ্যই হতে হবে ভার্জিন অয়েল তাই ব্যবহার ডোরাডো বাংলাদেশের Olive Oil - Olive; Makes you Live.


          

    ৬. তিলের তেল
    চুলের যত্নে যে কয়টি তেল সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে তার মাঝে তিলের তেল একটি, যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের গুরুত্বপূর্ণ উৎস। চুল কালার, স্ট্রেইট, বিভিন্ন হিট ব্যবহারে চুলের যে ডেমেজ হয়; সেটা ও ঠিক করতে পারে এই গুন সমৃদ্ধ তেল। বিভিন্ন essential oil মিক্স করে আমরা অনেকে ব্যবহার করি, তার জন্য প্রধান তেল হিসেবে ব্যবহারযোগ্য তিলের তেল। এই Sesame Oil আপনি অনায়াশে পেয়ে যাচ্ছেন ডোরাডো বাংলাদেশে

    কিছু টিপস

    • তেল দেয়ার আগে চুল ভালোমতো আঁচড়িয়ে নিন।
    • উপরোক্ত তেল গুলো ব্যবহারের আগে হালকা গরম করে ব্যবহার করা ভালো।
    • তেল সারারাত রাখা যাবে কিন্তু যাদের স্ক্যাল্প স্বাভাবিকের তুলনায় দুর্বল তারা গোসলের ১/২ ঘন্টা আগে ব্যবহার করুন,
    • মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
    • চুলের সমস্যা অনুযায়ী ২/৩ টা তেল একসাথে মিশিয়ে ব্যবহার করুন।
    • রাতে ঘুমানোর আগে চুল ও মাথার ত্বক ভালো করে ম্যাসাজ করুন।
    Back to blog

    Solutions for Problems

    1 of 10